নোয়াখালীর সুবর্ণচরে বিএডিসি’তে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএডিসি অধিদপ্তর কর্তৃক “উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও করনীয়” শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী বীজ বিপণন বিএডিসি ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক ড.মোহাম্মদ আসিফ ইকবালের সঞ্চালনায় বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসি গ্রেড-১ এর চেয়ারম্যান আব্দুল্যাহ সাজ্জাদ এনডিসি।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুবর্ণচর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ নুর আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর অতিরিক্ত উপপরিচালক ( শস্য) গোলাম সামদানী।
এ সময় ডাল ও তৈলবীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদের ইমাম, এনজিও কর্মী, স্কুল কলেজের শিক্ষক, কৃষক কৃষাণীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply