সরকারি বিধি বিধান না মেনে সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর পশুর হাটে হাসিলের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। শুধু তাই নয় রশিদ দেওয়া হলেও রশিদে হাসিলের টাকা উল্লেখ করছেন না বর্তমান ইজারাদার এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা (পাষাণ) ।
এনায়েতপুর হাট হতে গরু ক্রয় করে বাড়ি ফিরছিলেন শাহজাদপুর থানার শিবরামপুর গ্রামের মোঃ সিফাত। তার সাথে কথা বললে তিনি অভিযোগ করেন ৩১০০০/- টাকা দিয়ে গরু কিনে হাসিল দিয়েছি ৬০০ টাকা, সেটাও রশিদে উল্লেখ করে নাই। ক্রেতা আরো বলেন এই হাট কমিটি পুরাই অনিয়ম ও ডাকাতি করছে।
জেনে নিন>>সারা দেশের গরু-ছাগলের হাট
বেলকুচি থানার ভাঙ্গা বাড়ি গ্রামের মোহাম্মদ ইমরান ৫৫০০০ টাকা দিয়ে গরু ক্রয় করে হাট থেকে বাড়ি যাওয়ার পথে তার সাথে কথা বলে জানতে পারি উনিও ৬০০ টাকা হাসিল দিয়েছে কিন্তু হাসিলের কথা রশিদে উল্লেখ করে নাই। উনি রাগান্বিত হয়ে বলেন হাট কমিটি হাসিলের নামে চাঁদাবাজি করছে আমরা এর থেকে প্রতিকার চাই।
এই অভিযোগের প্রেক্ষিতে এনায়েতপুর পশুর হাটের ইজারাদার মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগের ব্যাপারে কথা বললে মাসুদ রানা জানান অতিরিক্ত টাকা নেয়া হয় না এই কথা আমি একেবারেই অস্বীকার করব না, হাটে বিভিন্ন খরচের কারণে কিছু অতিরিক্ত টাকা নেয়া হয়।
এ ব্যাপারে চৌহালী নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শওকত মেহেদী সেতুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এ ব্যাপারে জানি না তবে আমি বিষয়টা দেখছি বলে আশ্বাস দেন।
Leave a Reply