সারাজীবন আমার, আমার কইরা গেলাম আমার কেউ রইলো না।যাদের জন্য এতো কিছু করলাম তারাই আমায় চিনলনা।
বিদেশে থাকি।নিজের লোকজন সবাই ভাবে আমি একটা টাকার মেশিন,টাকার দরকার হলেই আমায় সবাই খুজে।
আমার দরকারে কেউ পাশে থাকেনা।এই টাকার মেশিনটা যেদিন বন্ধ হয়ে যাবে,সেই দিন থেকে কেউ আর কোন কারণেই আমার খোজ নিবেনা। প্রথম বার বিদেশ থেকে দেশে গিয়ে কিছুদিন কাটিয়ে আবার বিদেশ আসার আগ মহুর্তে বুঝলাম। আগে পাঠানো টাকার আমার জন্য কিছুই নেই।
আবার বিদেশে এসে ঠিক করলাম,এখন নিজের জন্য কিছু জমা করতে হবে।আমাকে সাফল্যের চুড়ায় উঠতে হবে।যেখান থেকে নিচের দিকে তাকালে আর কোন ভয় কাজ করবেনা।
এই সংসার, আপনজন কেউ আমার না।আমার কাছে আমার সাফল্যই সব কিছু।এই সাফল্যের জন্য আমাকে দিনরাত পরিশ্রম করতে হবে।সঠিক সময় চেষ্টা না করলে আমি হেরে যাবো।সময় কারোর জন্য অপেক্ষা করেনা।আমি আমার চোখে যা দেখি তা হয়তো তোমাদের চোখে তা চোখে দেখতে পাওনা।
আমি দেখছি মানুষের মনস্তত্ব কতোটা নিচু হয়।আমি বুঝতে পেরেছি টাকা না থাকলে মানুষের মূল্য কোথায় গিয়ে দাড়ায়।
তাই আমি পরিশ্রম করে চেষ্টা করছি সাফল্য অর্জন করতে।একবার পরিশ্রম করে সাফল্য অর্জন করতে পারলেই আর কখনো পিছনে ফিরে তাকাতে হবেনা।
সৌভাগ্যের চাবিকাঠি তোমার হাতে এসে পৌঁছে যাবে।
হয়তো প্রবাসী বেশি ভাগ ভাইদের দেশে পাঠানো টাকার অবস্থা একই রকম। বিদেশে শরীরের ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে নিজের জন্য না রেখে সব দেশে পাঠিয়েদেশে ফেরত গিয়ে আফসোস ছাড়া কিছুই থাকবেনা
Leave a Reply