সময় -ফখরুল ইসলাম ওমর
প্রজাপতি নুপুর পায়ে নাচে রিনিঝিনি,
টুনটুনিটা বর সেজেছে বুলবুলি তার রানী।
চড়ুই পাখির বিয়ে হবে গাছ খোটালির সাথে,
ঔসব ভেবে দোয়েল ঘুঘু ঘুমায়না আর রাতে।
ময়নার প্রেমে গাছের ডালে কৌকিল মারে শিস,
হুতুম পেচা লেজ নাড়িয়ে বলে একটু দিস !
বকের মেয়ের গায়ে জ্বর তাই ডাক্তার শকুন আসে,
গাছের ডালে কাক বসে তাই খিল-খিলিয়ে হাঁসে ।
ডাহুক শালিক হাঁসছে বসে লজ্জায় চোখে হাত,
কবুতর সব যাচ্ছে দেখে করছেনা কর্ণপাত !
টিয়া ভীষণ চিন্তায় আছে একি আজব ধরা,
সত্য ন্যায় সমাজ প্রথা সব দেখি আজ মরা !!
Leave a Reply