রাজিবপুর থেকে তারিকুল ইসলাম তারা : কুড়িগ্রামের রাজিবপুরে গত ২৭ আগস্ট ট্যাক্স এর টাকা আদায়কে কেন্দ্র করে সাংবাদিক ও ইউপি সদস্যদের সাথে প্রথমে কথা কাটাকাটি, পরে মারামারির ঘটনা ঘটে।এতে ১ সাংবাদিক ও ৩ ইউপি সদস্য আহত হয়। আহতদের মধ্যে হলেন, ইউপি সদস্য শাহাবুদিদ্দন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবুসামা দেওয়ান, সাংবাদিকদের মধ্যে হলেন রফিকুল ইসলাম, আহতদের প্রথমে রাজিবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
২৮ আগস্ট বেলা ১১ টায় ১ নং রাজিবপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সাংবাদিক নামধারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজিবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, আমার পরিষদে রসিদ কেটে বসত বাড়ির ট্যাক্স নেওয়া হচ্ছে, কিছু নামধারী সাংবাদিক সেই ট্যাক্স এর টাকা, উঠাতে নিষেধ করেন এবং বলেন ট্যাক্স এর টাকা উঠালে আমাদেরকে চাঁদা দিতে হবে। আমি চাঁদার টাকা না দেওয়ায় সাংবাদিক নামধারী চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আমার অনুমতি ছাড়া পরিষদে প্রবেশ করে কিছু অসহায় গরিব মানুষগুলোকে উস্কানী মুলক কথা বলে ভুলভাল বুঝিয়ে আমার বিরুদ্ধে উঠে পরে লেগেছে এবং টাকা না দেওয়ায় আমার ইউপি সদস্যদের উপর চড়াও হয়ে হামলা চালায়ে, রুমে ঢুকে ট্যাক্স এর তোলা টাকা পয়সা নিয়ে নেয়। তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য শাহ আলম, প্রমুখ।
অন্য দিকে সাংবাদিক রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলাম, আমার কাজে বাধা দিয়ে আমাকে মারপিট করা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষ রাজিবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
Leave a Reply