জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে রংপুরে সাত দফা দাবির বাস্তবায়নে লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শনিবার (১ অক্টোবর ২২)সকাল ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সাত দফা দাবি উত্থাপন করা হয়। পে-কমিশন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পূনঃনির্ধারনসহ সাত দফা দাবি উত্থাপন করা হয়।
মোঃ সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে ৭ দফা দাবী নিয়ে মাননীয় প্রধান মন্দ্রীর দৃষ্টি আর্কষণ করে জনাব মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রংপুর মূল বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের মোঃ আব্দুল জলিল, সভাপতি, পানি উন্নন বোর্ড, রংপুর। আব্দুল মালেক, সমাজ সেবা অধিদপ্তর, রপুর, শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, রপুর, আশরাফুল ইসলাম, ( মৎস অধিদপ্তর), আশরাফুল ইসলাম, ( বাংলাদেশ বেতার), গোলাম রাসুল ( গনপুর্ত অধিদপ্তর) রফিকুল ইসলাম (কারিগরি) এস কে সুজন ( সিভিল সার্জন,অফিস) অন্যান্য নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply