ভূমিকম্পে নিহতদের স্মরণে নতুনধারার শোক এবং আশঙ্কা প্রকাশ করেছেন।
মরক্কোতে ভূমিকম্পে নিহতদের স্মরণে শোক এবং আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
১০ সেপ্টেম্বর নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত,
ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা এক শোক বিবৃতিতে বলেন, নির্মমভাবে ভূমিকম্পে যারা মৃত্যু বরণ করেছেন, তাদের বিদেহ আত্মার শান্তি কামনা করছি।
সরকার ও সাধারণ মানুষ সচেতন না হলে অনেক বড় দুর্ঘটনার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। বিবৃতিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী আরো উল্লেখ করেন, মরক্কোর ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির সংবাদ যেমন আমরা দেখছি, তেমনি বাংলাদেশেও ৭ রিখটার স্কেলের ভূমিকম্প হলেই অনেক স্থাপনা ক্ষতিগ্রস্থ হবে, হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করবে বলে বিভিন্ন তথ্যে উঠে আসলেও সরকার বা সাধারণ মানুষ সচেতন না হয়ে কংক্রিটের উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছে, যা চরম আত্মঘাতি।
(কুয়াশা চৌধুরী)
সদস্য, মিডিয়া সেল
নতুনধারা বাংলাদেশ এনডিবি
০১৭৯৫৫৬৮১৩৭
Leave a Reply