ফেনীতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠার দুই দশক পূর্তি পালন
গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উৎসব উপলক্ষে কেক কেটে উদযাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুই দশক পূর্তি উৎসবে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাহ উদ্দিন খান, ফেনী জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লা মানিক, ইউছুপ নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা আইনজীবী সমিতি’র সভাপতি আব্দুল সাত্তার।
এছাড়াও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী, প্রথম আলো পত্রিকার ফেনীর নিজস্ব প্রতিনিধি আবু তাহের, নয়া দিগন্ত’র স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন সহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উৎসব এর সমাপ্ত হয়।
Leave a Reply