নাগেশ্বরী থেকে মোঃ মজিবর রহমান : নাগেশ্বরীতে ভিজিএফের চাউল কালোবাজারে বিত্রিু। তদন্ত কর্মকর্তা বলছে গায়ে তো লেখা নেই সরকারী চাউল। ঈদুল আজহায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর জব্দ করা চালের এখনও কুলকিনারা হয়নি। বরং উপজেলা খাদ্য কর্মকর্তার দাবী জব্দকৃত চালে তো লেখা নেই সেগুলো সরকারি চাল। তাই প্রতিবেদনে সেগুলো সরকারি চাল নয় বলা হয়েছে। কর্মকর্তারা থানায় প্রতিবেদন দেয়ার করা স্বীকার করলেও পুলিশ বলছে প্রতিবেদন পাননি তারা।
যদিও জব্দের সময় চালের মালিকরা পুলিশের কাছে স্বীকার করেছেন সেগুলো ভিজিএফের চাল কিনেছেন তারা। এরপরও সংশ্লিস্ট কর্মকর্তাদের দায় এড়ানোর চেষ্টায় অনিয়ম বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল।
জানা গেছে, গত ৭ জুলাই বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমারের পূর্বপাড়ে বন্ধু বাজারে অস্থায়ী ইউপি কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ শেষে ৪০ বস্তা চাল বস্তা পাল্টিয়ে নৌকা করে বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কুটিরচরের গোয়ালপাড়ায় নৌকা বেঁধে অবস্থান করে ভুট্টু ও নৌকার মালিক বাবু। পরে লোকজন নৌকাটি আটক করলে নাগেশ্বরী থানার এসআই মাহে আলম ও এসআই অনিক হাসান ৪০ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসেন। কিন্তু এ ঘটনায় মামলা না করে পরবর্তীতে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে পুলিশ।
যদিও পরবর্তীতে সাধারণ ডায়েরি করার কথা জানায় পুলিশ। উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ কর্মকর্তাকে থানায় ডাকা হয়। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান জানান, ওসি ডাকলে থানায় গিয়ে দেখি বস্তাগুলো আমাদের নয়। লিখিত প্রতিবেদন দেয়া হয়েছে এগুলো সরকারি চাল নয়। চালের গায়ে তো লেখা নেই সেগুলো সরকারি চাল।
চালের মালিকরা স্বীকার করেছেন এগুলো ভিজিএফের চাল। আপনি তদন্ত করেছেন কিনা এ প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, এটা আমার দেখার বিষয় নয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম জানান, থানা থেকে প্রতিবেদন চাওয়ার পর প্রতিবেদন দিয়েছি। গুদাম কর্মকর্তা বলছে ওগুলো সরকারি চাল নয়। আমিও তাই দিয়েছে। তবে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানান, চাল জব্দের পরে এ বিষয়ে কেউ কিছু বলেনি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান প্রথমে প্রতিবেদন পাওয়ার কথা অস্বীকার করেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন প্রতিবেদন দেয়া হয়েছে; এরপর তিনি বলেন, প্রতিবেদন দেখিনি। আদালতে পাঠানো হয়েছে। কি লিখেছে আমি জানিনা।
Leave a Reply