চলো যাযাবর হয়ে যাই
-মাসুদ আল করিম
অনন্ত আকাশের নীলিম সীমানার কোল ঘেঁষে
যে মেঘের আনাগোনা ছিল বহুকাল
কবেই তা বৃষ্টি হয়ে ঝরে গেছে ,
কে রেখেছে তার খবর ?
পৃথিবীটা বড্ড বস্তু কেন্দ্রিক হয়ে গেছে।
ভরা চৈত্রের তাপ প্রবাহে আজো
বৃষ্টির আশায় যে চাতক চেয়ে থাকে আকাশে
আজকাল কেউ খবর রাখেনা তার ।
শান বাঁধানো পুকুর ঘাটে জমেছে শ্যাওলা ,
আমরা চার দেয়ালে ব্যস্ত ‘ শাওয়ার ‘ নিতে ।
শ্যামলিমা , তুমিও ব্যস্ত নাগরিক আজ ।
কবিতার পংক্তিমালা আজকাল নাড়া দেয়না
তোমার কোমল হৃদয়।
অথচ এমনতো হবার কথা ছিলোনা ।
তোমার কথা ছিলোনা স্থবির ছবি হয়ে যাবার ।
কথা ছিলো রোজ তুমি নদী হয়ে যাবে সকাল বিকেল ,
প্রবাহমান স্রোতস্বিনীর মতো গতিশীল থাকবে ,
কিশোরী হয়ে যাবে রোজ রোজ ।
সময় বয়ে গেছে অনেক
সেই প্রথম দেখা থেকে আজ অবধি ।
আমরা হেরে গেছি সময়ের কাছে ।
জীবনের এই অসময়ে কিছু করার নেই আর ।
চলো যাযাবর হয়ে যাই !
পড়ুন>>
[…] পেট্রোল বোমায় ট্রাকের ড্রাইভার দগ্ধ চলো যাযাবর হয়ে যাই -মাসুদ আল করিম কেন্দ্র থেকে বিজেপি সরকারের উৎখাতের […]