মন তো খুব
উড়তে চায়
বাস্তবতা কি সে
ভুলে যায়….
আছে কি শান্তি
দেশের মানুষের
আজগুবি বুলিতে
লোক দেখানো প্রশান্তি…..
যাবো কোথায়
শান্তির জন্য
উন্নয়নের জোয়ারে
আমরা যে ধন্য..
কি অসংগতি নিয়ে বলবো কথা
কিসের বাড়েনি দাম
বুকে লাগে ব্যথা
বাড়েনি তো বেতনের খাম..
স্বাধীন দেশ আমার
শুধু মুখে বলি
আসলে যে দেশ টা কার
অন্য দেশের চামচামি করে চলি..
আমি স্বাধীন দেশের
স্বাধীন নাগরিক
খাইতে হবে ক’দিন পরে
অন্য দেশের ভিখ….
Leave a Reply