ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, চাকরির জাতীয়করণ ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
কর্মবিরতি ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া বহুবার উত্থাপিত হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।
তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে গত রোববার ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী শুরু করে। শিক্ষক-কর্মচারীদের সেই কর্মসূচীতে পুলিশ হামলা চালায়। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বেশ কয়েকজন আহত হয়। শিক্ষকদের সাথে রাষ্ট্রের এমন আচরণ নিন্দনীয়। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
প্রতিবাদ সভায় সম্মিলিত শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদ এর সভাপতি বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক কাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply