নাগেশ্বরী প্রতিনিধিঃনাগেশ্বরীর বদিজামাপুর গ্রামের কয়ছার আলীর (মার্ডারী কয়ছার) এর পুত্র আব্দুর রাজ্জাক বাচ্চুর লাশ পয়ড়াডাঙ্গা নদীতে পাওয়া গেছে। গত ২৫ জুলাই বাড়ীর পার্শ্বে পাট কাটতে গিয়ে নিখোজ হন। কে বা কাহারা তাকে মেরে লাশ পানিতে ডুবে দিয়েছিল। মৃত আব্দুর রাজ্জাক তিন পুত্রের জনক। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply