নওগাঁ থেকে আতাউর শাহ্ :নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ , ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে অনুষ্ঠিত ওই কৃষি উপকরন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান। এসময় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১২০ জন কৃষকের মাঝে বিনামুল্যে একটি স্প্রে মেশিন , একটি সিকেচার ও একটি গ্রাফটিং নাইফ প্রদান করা হয়।লেবু জাতীয় ফসলের সম্প্রসারণে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন কৃষি অফিসার মজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন নাহার সুমী প্রমূখ।
Leave a Reply