তিব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন দিনে ও রাতে সমান তালেই চলছে লোড শেডিং।কখনো আবার লোড শেডিং মাঝে কয়েক সেকেন্ডের জন্য বিদ্যূৎ দেখা দিয়ে আবারো চলে যায় লোড শেডিং এ। দিনে সূর্যের প্রখর তাপ আর রাতের ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে পড়ছে জনজীবন।
একদিকে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং, অন্যদিকে মাথার উপর সূর্যের প্রকট তাপ।বলা যায় দুয়ে দুয়ে চার। দিনের গরমে প্রচন্ড তাপদাহ তীব্র গরমে দৈনন্দিন কাজ সারতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ।ফলে অনেকটা অসহনীয় জীবনযাপন করছে ভূরুঙ্গামারীবাসী।দেহ মনকে সতেজ করার জন্য মানুষের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা।
Leave a Reply