অপ্রেমে যার জীবন কেটেছে
দুচোখ জুড়ে খরা।
ভালোবাসা পেলে তার কি উচিত
কোয়ালিটি জাজ করা?
সাত দিন যার খাবার জোটেনি
দাউ দাউ খিদে পেটে।
বাসি পচা সব খায় যদি সে
ডাস্টবিন গুলো ঘেঁটে।
স্বাস্থ্য হানির ভয় দেখানোটা
উচিত কি হবে তাকে?
উচিত কি হবে দুকথা শোনানো?
ভাত দাও নাই যাকে!!
Leave a Reply