সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন:বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ আগষ্ট মাসের বিভিন্ন দিবসের কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহসভাপতি সফিউল আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আব্দুল হান্নান সরকার, আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল ও রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রামাণিক বকুল, কৃষি বিষয়ক সম্পাদক শফি উদ-দৌলা পামেল,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আল্পনা গোষ্বামী প্রমূখ।
সভায় ১৫ আগষ্ট জাতীয শোক দিবস, ২১ আগস্ট গেনেড হামলাসহ আগস্ট মাসের সকল কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়। শেষে অসুস্থ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply