সুনামগঞ্জ সদর হাসপাতালে চাকুরিচ্যুত কর্মীদের একটানা ৭দিনের আন্দোলনের মাথায় তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান ও আরএমও ডা: রফিকুল ইসলামের অপসারণের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ সদর হাসপাতাল।
মিছিলে মিছিলে মুখরিত ছিল সদর হাসপাতালের চারপাশ। বিভিন্ন পদে কর্মরত ৬৪জন কর্মীদের একটানা দাবি আদায়ের আন্দোলন শুরু হয়েছিল গত ১৮ই জুলাই।গত ছয় দিনের আন্দোলন কর্তৃপক্ষ আমলে না নিলেও আজ হাজারো মানুষের বিক্ষোভ ও উত্তেজনা সামাল দিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আউটসোর্সিং কর্মীদের দাবী আদায়ের আন্দোলনের পাশাপাশি সদর হাসপাতালে মাষ্টাররোলে স্বেচ্ছাসেবী কর্মীরাও কর্মবিরতি পালন করে দাবী আদায়ের আন্দোলনে যোগদান করেন। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে নারী উদ্যোক্তারাও শত শত সরকারী চিকিৎসা বঞ্চিত ভোক্তভোগী নারীদের নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালে প্রবেশ করেন।
ত্রিমুখী আন্দোলনের খবর পেয়ে সুনামগঞ্জ জেলা দায়িত্বরত সেনাবাহিনীর লে: কর্ণেলসহ সেনাবাহিনীর দুইগাড়ি সদস্য এসে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং আন্দোলনকারীদের নিয়ে তাদের যৌক্তিক দাবি পূরণের জন্য কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের সাথে একান্ত ভাবে বৈঠক করেন ।
তা ছাড়া পদত্যাগের দাবির বিষয়ে তদন্ত করে দূর্নীতিবাজ তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ও আরএমও ডাক্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আন্দোলন কারীদের জানান। পর বর্তীতে ২৮জুলাই সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে। সেনাবাহিনীর উপর বিশ্বাস রেখে আগামী ২৮জুলাই পর্যন্ত আউটসোর্সিং কর্মীদের আন্দোলন বন্ধ থাকবে। তাদের দাবী না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনে গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলন কারীরা। এব্যাপারে সাংবাদিকদের সাথে আপাতত কোন কথা বা কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি দূর্নীতিবাজ তত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান।
অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিকদের সাথে আগামী ২৮জুলাই পর্যন্ত এব্যাপারে কোন বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন।
Leave a Reply