সরিষাবাড়ীতে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
জামালপুরের সরিষাবাড়ীতে মন্দির নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে সরিষাবাড়ী থানা কর্তৃক আয়োজিত থানা কার্যালয়ের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>>ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন দাবিটি মিথ্যা ও বানোয়াট
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর (ক্রাইম এ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
এসময় বক্তরা বলেন, ‘সুস্থ্য সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির নিরাপদ রাখা যায় এবং কিভাবে নিরাপত্তা বাড়ানো য়ায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সব সময় ধর্মীয় মন্দির রক্ষায় নিরাপত্তা প্রধানে সোচ্চা থাকবেন বলেও পুলিশ জানান।
সরিষাবাড়ী থানার (উপপরির্দশক) সুমন আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো- উপজেলা বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ থানার পুলিশ সদস্য এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply