জামালপুরের সরিষাবাড়ীতে গরু চুরির ঘটনায় আটক ২ জন।
সরিষাবাড়ীতে গরু চুরির প্রবণতা বেড়েছে। প্রতি রাতেই উপজেলার কোন না কোন গ্রাম হতে চুরি হচ্ছে গরু। এতে সর্বস্বান্ত হচ্ছে অনেক কৃষক ।
জানা যায়,গত দুই দিনে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্ধ ও রায়দেরপাড়া এলাকা থেকে দুই কৃষকের আটটি গরু চুরি হয়।
অপরদিকে রায়দেরপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান গত বৃহস্পতিবার গভীর রাতে তার গোয়ালঘর হতে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।
পৃথক এ চুরির ঘটনায় সরিষাবাড়ী থানায় অজ্ঞাত দুটি মামলা হয়। এছাড়াও গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে সরিষাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর রাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞেসবাদে জানা যায় তারা গরু চুরি সাথে সম্পৃক্ত রয়েছেন।
আটককৃতরা হলেন জামালপুর মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত ভূয়াজ আলী হামুর ছেলে মোঃ ছফর আলী (৩৫) এবং মোঃ ইজ্জত আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন (২০)।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত(ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন শীত আসতেই গরু চুরি প্রবণতা বেড়ে গেছে। উপজেলার প্রত্যেকটি প্রবেশপথে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই ব্যক্তি গরু চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে বলে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply