নাটোরের লালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গোপি নিহত
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত
নাটোরের লালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গোপি নিহত হয়েছেন
নাটোরের লালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম গোপি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি সদস্য ও ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহরুল ইসলাম গোপি (৫৫) বনপাড়া থেকে গৌরিপুরের নিজ বাড়িতে ফেরার পথে আনুমানিক সোয়া সাতটার সময় লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply