বলাও হয়নি কখনো তোমাকে
কতখানি ভালোবাসি।
দিন চলে গেছে কালের নিয়মে
তুমিও বলোনি “আসি”।
হঠাৎ করেই চলে গেলে তুমি
সব ফেলে রেখে পিছে।
বলে গেলে যেন এই পৃথিবীর
সবই মোহমায়া মিছে।
শেষ হয়ে যায়, সবকিছু জানি
সব শেষ হয়ে যাবে।
শুধু আমার ভেতরে আমৃত্যু তুমি
এভাবেই বেঁচে রবে।
Leave a Reply