কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পরমা রহমান জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসঙ্গীতে দ্বিতীয় স্হান অর্জন করেন।
পরমা রহমান জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা/২০২৩ এ অংশগ্রহণ করে সারা বাংলাদেশে লোকসঙ্গীত (পল্লীগীতি) বিষয়ে “ঘ” গ্রুপে দ্বিতীয় স্হান অধিকার করেছে।
পরমা রহমান চৌধুরী শারমিন শামস্ মনির একমাত্র কন্যা। ভূরুঙ্গামারীর কৃর্তীসন্তান প্রয়াত শামসুল হক চৌধুরীর নাতনী।
উল্লেখ্য জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরী করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান শিল্পীদের অন্বেষণ করে তাদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত রাখার সুযোগ তৈরী করে দেয়ার লক্ষেই জাতীয় পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় পর্যায়ে- সারাদেশে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের চলমান অংশ হিসেবে চূড়ান্ত পর্যায়ে কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশের ৬৪ জেলা ও মহানগর পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ১৩৬৫ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
চূড়ান্ত পর্যায়ে ৬৪ জেলা থেকে আগত বিজয়ী ও ঢাকা মহানগরের ১ জন মোট ৬৫ জন ১ম স্থান অধিকারী বিজয়ীগণ প্রতিটি শাখায় প্রতিযোগিতার মাধ্যমে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত হন। ৭ টি বিভাগে ২১ টি শাখায় ৩ জন করে ৬৩ জন ১ম,২য় ও ৩য় হিসেবে বিচারকদের মাধ্যমে বিজয়ী নির্বাচিত বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী, পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply