ভূরুঙ্গামারীর চার বছর বয়সী শিশু আরিফুলের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চার বছর বয়সী ফুটফুটে শিশু আরিফুল শিকদারের মাথা বয়সের তুলনায় অস্বাভাবিক বড়। টাকার অভাবে বিনাচিকিৎসা তার মাথা দিনদিন আরো বড় হয়ে যাচ্ছে। আরিফুল উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মমিন শিকদারের ছেলে।
আরিফুলের সমবয়সী শিশুরা যখন হেসে খেলে দুরন্তপনায় মত্ত, আরিফুলকে তখন কোলে নিয়ে ঘুরতে হয়। নতুবা শুইয়ে রাখতে হয়। অস্বাভাবিক বড় মাথার কারণে শিশুটি না পারে ঠিকমত বসতে না পারে হাঁটাচলা করতে। বেশিক্ষণ শুইয়ে রাখলে অস্থির হয়ে কান্নাকাটি করে। অস্বাভাবিক বড় মাথার ওজনের কারণে সবসময় কোলে রাখাও কষ্টকর।
জন্মের সময় আরিফুলের মাথা অস্বাভাবিক বড় ছিল। চিকিৎসকরা তার মাথার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। টাকার অভাবে চিকিৎসা হয়নি শিশু আরিফুলের। বয়স বাড়ার সাথে সাথে মাথা আরো বড় হয়েছে।
মাথা অস্বাভাবিক বড় হতে থাকলে স্থানীয় ক্লিনিকে সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানে আরিফুলের মাথার ভেতর পানি জমা থাকতে দেখা যায়। উন্নত চিকিৎসার জন্য নিউরোসার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, মমিন শিকদারের পরিবারটি অত্যন্ত দরিদ্র। সন্তানের চিকিৎসা করার সামর্থ্য তার নেই। দেশের মানুষ সহযোগিতা করলে হয়তো চিকিৎসার মাধ্যমে শিশুটিকে বাঁচানো যাবে।
আরিফুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো ঠিকানা-বিকাশ/নগদ-০১৭৯৫১৮৪৪৬৭ ও বিকাশ/নগদ/রকেট/উপায়-০১৭২৭৮৩৮৪০১ নম্বরে।
Leave a Reply