চীনের চচিয়াং প্রদেশের বাসিন্দা সু। ৫৪ বছর বয়সী এই চীনা নাগারিক দুই বছর ধরে কাশির সমস্যায় ভুগছিলেন। এই কাশি এতই তীব্র ও দীর্ঘমেয়াদি যে, অনেকেই তার ক্যান্সার হয়েছে বলে আশঙ্কা করেন। বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে ও রীতি মেনেও কোনো সমাধান হয়নি। অবশেষে ধরা পড়ে তার ফুসফুসে মরিচ ঢুকেছে!
এতে সু ও তার চিকিৎসক দল বিস্মিত হয়। যে সামান্য মরিচটি তাকে দুই বছর ধরে স্বস্তিতে থাকতে দেয়নি। যাই হোক, সেই খাদ্য মসলা বের করার পর সু বেশ স্বস্তি পাচ্ছেন এবং তার কাশি সেরে গেছে। সূত্র: নিউজএইটিন
Leave a Reply