প্রবাসে শ্রমিকদের আবাসস্থান থেকে কাজ করার জায়গায় পরিবহনের লরী ব্যবহার করা হয়।যাতে খুবই কষ্ট করেই যাতায়াত করতে হয়।সারা দিন পরিশ্রমের পর রাতের বিভোর ঘুমের পর খুব সকালেযেন চোখ থেকে ঘুম চলে যেতে চায় না ।খুব সকালে ঘুম থেকে উঠে তারাহুরো করে তৈরী হয়ে দৌড়ে উঠতে হয় লরী নামের এক যান্ত্রিক বস্তু উপরে।যার কোন দরজা, জানালা নেই।নেই কোন বসে থাকার ছিট,ধপাস করে বসে যেতে হয় কাঠের তৈরী বডিতে। একটু বৃষ্টি হলেই শরীরের জামা কাপড় ভিজে একাকার। আর সেই ভিজা শরীরের সারাটাদিন কাটাতে হয় আমাদের।কখন যে ভিজা জামাটা শুকিয়ে যায় তা টের পাওয়া যায় না।কাজ শেষে আবার রাস্তায় পাশে অপেক্ষামান দাড়িয়ে থাকতে হয় সেই লরির অপেক্ষায়।মাঝে মাঝেই রাস্তার জ্যামে পরে তখন করেই ড্রাইভার গাড়ির ব্রেক করেন। এমনিতেই ঘুমন্ত শরীরটা হুরুম করে ছিটকে পরে অন্যের গাঁয়ে।এমন ব্রেক করার কারনে ঘটে দূর্ঘটনা।হারাতে হয় আমাদের মতো নিরীহ মানুষের প্রাণ।আমরা নিরাপদ আশ্রয়ে কাজে পৌঁছাতে চাই।
আমাদের জীবনের ঝুঁকি থেকে রক্ষা চাই….।,লরি মুক্ত যাতায়াত চাই,,,,।আমাদের মত বিদেশী শ্রমিকরা করে পাবে যাতায়াতের নিরাপদ সুবিধা।
Leave a Reply