পিরোজপুরের নেছারাবাদ কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনা স্হল পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও বিখ্যাত যাদু শিল্পী জুয়েল আইচ।
আজ রবিবার দুপুরে কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তারা ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন।পরে ক্ষতিগ্রস্তদের মাঝে পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীর ব্যাক্তি গত পক্ষ থেকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয় এবং বিখ্যাত যাদু শিল্পী জুয়েল আইচ ও পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী স্বাধীন হালদার ব্যাক্তি গত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু সিকদার, নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার,নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন পিয়াস, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তোফা , পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আইন বিষয়ক সম্পাদক অরূপ শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন হালদার, তাতী লীগের ৪ নং আটঘর কুড়িয়ানা সভাপতি অভি রায় তুষার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় আনুমানিক ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply