নীলফামারীর ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস উৎযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯মে সকালে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ নুর মোহাম্মদ, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহ।
এছাড়াও নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স আকলিমা বেগম, মিড ওয়াইফ ইনচার্জ জান্নাতুল ফেরদৌস, মিড ওয়াইফ শিউলি বেগম এবং তমা রায় প্রমুখ বক্ত্ব্য রাখেন।
তার নির্দেশক্রমে এবং বর্তমান সরকারের অত্যাবশকীয় গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সুচিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঝুকিপূর্ণ গর্ভবতী মহিলাদের সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবের সুব্যবস্থা, নরমাল ডেলিভারিসহ কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মহিলাদের চার বার চেক-আপ ও প্রসব পরবর্তী পিএনসি সেবা ক্যাম্পের কার্যক্রমের প্রশংসা করেন।
উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী গত ২৮মে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি হওয়া ২জন প্রসুতি মায়েদের খোঁজ খবর নিতে তাদেরকে দেখতে যান এবং নিরাপদে সন্তান প্রসব হওয়া মায়েদের ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি শিশুদের পুরুস্কার প্রদান করেন।
Leave a Reply