তিনি দীর্ঘ ০৬-০৭ মাস যাবদ ব্যাক্ষ্যব্যাধির অসুস্থতায় ভূগছেন। হতদরিদ্র বৃদ্ধ্য মায়ের একমাত্র পুত্র সন্তান যার জন্য তার মায়ের বেচেঁ থাকা। ঠিক এক থেকে দুই সপ্তাহ আগে ছেলেটার বাবা মারা যায়। কর্মক্ষম একমাত্র সন্তানের এমন অসুস্থতায় তার মা পাগল প্রায়। অসহায় মুমুর্ষ ছেলে’টি দিনাজপুর জেলার বিরল পৌরসভার ০৯,নম্বর ওয়ার্ড বর্ম্মপুর গ্রামের বুন্দি আক্তার ও মৃত নুরুজ্জামান এর একমাত্র ছেলে আক্তার হোসেন (২৫)
গত ২৭ সেপ্টেম্বর বিরল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তার পরিক্ষা নিরীক্ষা করা হয়।তার বুকের এক্সরে রিপোর্ট খুবি খারাপ আসলে কর্মরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। এই পরিস্থিতিতে এই হত দরিদ্র পরিবারের কোনো সামর্থ্য নেই । তাকে সুচিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার বা দিনাজপুরের মধ্যে একটা ওষুধ কিনে খাওয়ার ও সামর্থ্য নেই।
গত কিছুদিন যাবদ এলাকার অনেকে সামান্য চেষ্টা করে কিছুটা চিকিৎসার ব্যাবস্থা করেছেন কিন্তু এই করুন পরিস্থিতিতে এটা খুবি সামান্য।
অসুস্থ ছেলের মা অসহায় দরিদ্র বৃন্দি আক্তার
ছেলেটির উন্নত চিকিৎসার জন্য সর্বস্তরের জনগণের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সবাই কিছুটা এগিয়ে আসলে বেঁচে যেতে পারে হতদরিদ্র মায়ের অসুস্থ মাত্র সন্তান। মানবিকতার খাতিরে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।
সাহায্য পাঠানোর মাধ্যম→
বিকাশ পার্সোনার – 01306724432 (রিফাত)
নগদ পার্সোনাল- 01306724432 (রিফাত)
নগদ ও বিকাশ- 01761248153 (সজল)
Leave a Reply