কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় ভ্রমণে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতু এলাকায় ঈদের আনন্দ করতে এসে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে বায়োজিদ হোসেন জিম (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে তিস্তা রেল সেতুর নীচে।
বায়োজিদ হোসেন জিম(১২)রংপুর শহরের আলমনগর মুসলিমপাড়া রেল কলোনি এলাকার বাসিন্দা মোঃ জাবেদ আলীর পুত্র। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
কাউনিয়া থানা ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ করতে তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে আসে বায়োজিদ হোসেন জিম(১২) সহ চার বন্ধু। সেখানে এসে বাজি ধরে নদী সাঁতার কেটে ওপারে যাওয়ার প্রতিযোগিতা করে তারা।
চার বন্ধুর মধ্যে তিন বন্ধু সাঁতরিয়ে নদী পাড় হয়ে গেলেও বায়োজিদ হোসেন জিম স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে ডুবে যায়।
কাউনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে জিমের লাশ উদ্ধার করে। এসময় কাউনিয়া থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতায় সহায়তা করে।
কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামছুল হক সরকার জানান,নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নিয়োজিত হয় এবং সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ জীমের লাশ উদ্ধার করে থানায় কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান আব্দুল লতিফ বলেন ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে স্কুল ছাত্র জিমের লাশ উদ্ধার করেছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জীমের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply