সৃষ্টি ডেস্কঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ অক্টোবর ) বিকেল ৩ টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্বওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারীর আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জামতলা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে জামতলা মোড়েই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয়।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বনে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি তীব্র নিন্দা জানানো সহ ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। এছাড়াও ফ্রান্সের সাথে সকল ব্যবসায়ি চুক্তি প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামীতে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি ওমর ফারুক, আশফাকুর রহমান জাওহরি, মুফতি মাহমুদুল হাসান কাসেমি, মুফতি জিয়াউল হক প্রমুখ।
Leave a Reply