কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় সেলিম নামের মোটরবাইক আরোহী নিহত হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
জানাগেছে, রোববার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার জনতা ব্যাংকের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম ভূরুঙ্গামারী সরকারি কলেজ পাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেলিম মোটরসাইকেলে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।এসময় অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে সেলিম পাকা সড়কের উপর পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পরে সেখানে চিকিৎসারত অবস্থায় সোম বার ভোর রাতে সে মারা যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আরও জানুন>> সূর্যমুখী চাষ করে অধিক লাভবান হউন
Leave a Reply