সুনামগঞ্জের সদর উপজেলা সহ বিভিন্ন সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, পাতর জব্দ করেছে বিজিবি।
সোমবার ভোর রাতে জেলার বিভিন্ন উপজেলা সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকার টহল দল মালিকবিহীন মালামাল জব্দ করেছে।
বিজিবি জানান, সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে আনা পাথর সীমান্ত এলাকার সড়ক পথে পাচার করে আসছিল। প্রতিদিনের মত সোমবার ভোরে একটি ট্রাকে করে ২শত ফুট পাথর পাচার করার সময় অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারী ও গাড়ির চালক বিজিবির উপস্থিত টের পেয়ে গাড়ি ও পাথর ফেলে পালিয়ে যায়।
এছাড়াও জেলার প্যাকপড়া, তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, ট্যাকেড়ঘাট, বিশ্বম্ভরপুর উপজেলার মাচিমপুর, মধ্যনগর উপজেলার বাংঙ্গালভিটা, মাটিয়াবন ও জেলার সদর উপজেলার নারায়ণ তলা, ডলুরা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি আটক করে যার আনুমানিক মূল্য ১৬ লক্ষাধিক টাকা।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। তিনি জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
বিভিন্ন উপজেলা সীমান্তে জব্দ কৃত ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply