মগরাহাট পশ্চিমে তৃনমূল দলের পক্ষ থেকে গুণীজন সম্মান প্রদর্শন অনুষ্ঠিত হল উস্তিতে।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও এম পি শ্রী অভিষেক ব্যানার্জীর নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমে গুনিজন সম্মান প্রদর্শন করা হয়।
৫নভেম্বর রবিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মান দেওয়া হয়। শিক্ষাবিদ, সমাজকর্মী, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, মেধাবী শিক্ষার্থী, সাংস্কৃতিক জগতের সাথে জড়িত মানুষজনকে এই সম্মান প্রদর্শন করা হয়।
এছাড়াও উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম লড়াকু নেতা ও মগরাহাট পশ্চিমের বর্তমান রূপকার উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী মানবেন্দ্র মন্ডল, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান ও তৃনমূল দলের অন্যতম নেতা হাজি মোবারক আলী, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর গনপরিবহন ব্যবস্থা ও পুরত দপ্তর এর কর্মধক্ষ্য ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও পশ্চিম বাংলার তৃনমূল দলের ওবেসি এবং এস টি সেলের সহসভাপতি মন্টু সেখ, মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, পশ্চিম বাংলার তৃনমূল দলের শ্রমিক শ্রেণীর নেতা ও আই এন টি ইউ সি সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা শ্রী শক্তি মন্ডল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা, শ্রী তন্দ্রা পুরকায়স্থ মগরাহাট পশ্চিমের ব্লক আই এন টি ইউ সি সভাপতি ফিরোজ সাহেব, উস্তি অঞ্চল প্রধান ও উপপ্রধান মিকাইল মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য বাপি হালদার, তৃনমূল দলের উস্তি অঞ্চল সভাপতি সাগির হোসেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিকাপোতা অঞ্চল এর উপপ্রধান সাদেক লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা সঞ্জীব মন্ডল।
Leave a Reply