কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু। অপরজন বৃদ্ধ। একজন নদীতে অপরজন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
নদীর পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম রায়হান (১১)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। অপরদিকে পুকুরে গোসল করতে নামে ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫)। তিনি পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী।
স্থানীয়দের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য ছুরমান আলী বলেন, রায়হান বিকালে গদাধর নদীর পানিতে পড়ে ডুবে মারা যায়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ সদস্য হারুন অর রশিদ বলেন, বছির উদ্দিন দুপুরের দিকে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি পানিতে ডুবে যান। এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখতে পায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ পানিতে ডুবে দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply