কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম সড়ক বিভাগের এস্কেলেটরের সাথে ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানগাড়ির চালক ও আরোহীসহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানেরখামার সাহা ফিলিং স্টেশনের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানায় ৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় ভুরুঙ্গামারী হতে কুড়িগ্রামগামী সড়ক ও জনপথ বিভাগের এস্কেলেটর ও একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে এস্কেলেটরের ধাক্কায় ভ্যানগাড়ির চালকসহ ২ জন আহত হয়।
আহতরা হলেন, আহতরা হলেন ভ্যানগাড়ির চালক, উপজেলার আন্ধারীঝাড় গ্রামের বাবু শেখের পুত্র আয়নাল হক(২৫) ও আন্ধারীঝার মধুকটি গ্রামের শাহ আলীর পুত্র আমিনুর রহমান (৪৭)।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের রেফার্ড করেন।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পরেই চালক পালিয়ে গেলেও এস্কেলেটরটি আটক করা হয়েছে।
Leave a Reply