চাঁদপুর(মতলব উত্তর)থেকে আরাফাত আল-আমিন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে এবং থাকবে। সুতরাং ভয়ের কোন কারণ নেই। মানুষের দুঃখ দুর করা জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাক্ষণ তৎপর রয়েছেন। রোববার সকালে উপজেলার সুজাতপুর বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। গভীর রাতে আগুন লেগে তিনটি দোকান ভুস্মিভুত হয়ে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
এমএ কুদ্দুস আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের যেভাবে উন্নয়ন করছেন, আর কিছু দিনের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিচিতি পাবে। আর যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হতেই পারে। এতে কেউ নিরাস হবেন না। সরকার আপনাদের পাশে আছে। আমরাও উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা সহযোগিতা করব। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন ও সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুঁইয়া, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, সুজাতপুর বাজার আঞ্চলিক আওয়ামী লীগের সভাপতি মোঃ মাইনুদ্দিন সরকার, সুজাতপুর বাজার কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, নুরুজ্জামান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুন, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল।
Leave a Reply