এস, এম, রাকিবুল ইসলাম রাকিব বগুড়া জেলা প্রতিনিধিঃ-বগুড়া জেলা পরিষদ নির্বাচন (১৭ অক্টোবর) সোমবার সকাল ০৮.০০ ঘটিকা হইতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ হয়।
বেসরকারিভাবে ডা. মো: মকবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১৭টি পদের জন্য লড়েছেন ৪৮ জন প্রার্থী।
জানা গেছে, বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে ডা. মো: মকবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ডা. মো: মকবুল হোসেন (আনারস) প্রতীকে পেয়েছেন ৮৭৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান আকন্দ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৭২১ ভোট। পড়ুন সারাদেশের জেলা পরিষদ নির্বাচনের হালচাল
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, মো. সাইফুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাহমুদ হাসান, এ এস এম জাকির হোসেন।
উল্লেখ্য, মোট ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৪০ জন এবং নারী ৩৮৩ জন। প্রিজাইডিং অফিসার হিসেবে ১২ জন, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ২৪ জন, পোলিং অফিসার হিসেবে ৪৮ জন এবং ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে ৮৪ জন দায়িত্ব পালন করবেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেছে।
Leave a Reply