স্বরূপকাঠি(পিরোজপুর) থেকে শেখর মজুমদার : পিরোজপুরের নেছারাবাদে আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্প, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ সেপ্টেম্বর) সকালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ হলরুমে এ জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ছানাউল হক মন্ডলের সভাপতিত্বে ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজর সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান এর সঞ্চালনায়, অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ,শহীদ স্মৃতি ডিগ্রী কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ সালাম সিকদার উপস্থিতি ছিলেন।
Leave a Reply