কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর মৃত্যুর এক সপ্তাহের ব্যবধানে স্বামীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।
নাগেশ্বরীতে লন্ড্রি ব্যবসায়ীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক ৪ঘটিকায় তার লন্ড্রির দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানায় এলাকাবাসী।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদূর রশিদ পলাশ জানায় রোগী হাসপাতালে পৌছার অনেক আগেই মৃত্যু হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানায় লন্ড্রি ব্যবসার কাজ করতে গিয়ে কখন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে এটা কেউ জানেনা।
উল্লেখ্য যে ওই এলাকার আব্বাছ আলী জানায় এক সপ্তাহ পুর্বে তার স্ত্রী অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply