নাগেশ্বরীতে যাত্রী বেশে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাত্রী বেশে অটো (মিশু) চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজারের দক্ষিনে হিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী হিড়ার ভিটার এগারো মাথা নেওয়াশী রোডের পুবে ভইসের দোলায় কৃষি কাজ করতে গিয়ে ১মার্চ সকালে একটি অজ্ঞাত লাশ দেখতে পায়।
পরবর্তিতে স্থানীয়রা নাগেশ্বরী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ প্রশাসন লাশটি উদ্ধার করে থানায় নিতে আসে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অটো চালক বেলাল হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের খোচাবাড়ি আবাসন এলাকার নুরনবীর ছেলে।
নিহতের মামা ফরিদুল ইসলাম জানায় গতকাল সে অটো নিয়ে বাহির হয়েছে এর পরে আর তার খবর পাইনি। আজ তার লাশ পাওয়া গেল। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা যাত্রীবেশে অটো ভারা নিয়ে নির্জন এলাকায় এনে তাকে হত্যা করে অটোটি ছিনতাই করেছে।
Leave a Reply