কুড়িগ্রামের নাগেশ্বরীতে বসতভিটা দখলের অপচেষ্টায় সন্ত্রাসীদের হামলা, ঘর-বাড়ী ভাংচুর ও ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের পূর্ব রাঙ্গালীরবস গ্রামে এ ঘটনা ঘটে।
পড়ুন>>বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ২ শিশু সহ ০৫ জনকে আটক করেছে বিজিবি
এঘটনায় থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানাজায়, উক্ত গ্রামে নায়েব আলীর পৈত্রিক জমিতে ২০১৩ সাল থেকে মোকসেদ আলীর ছেলে ভুক্তভোগী মজিবর রহমান ক্রয়সূত্রে ৪টি টিনের বাংলা ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিল।
এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল বলেন, দুই পক্ষই ভূমি বিষয়ে ভালো জানা জেলার একজন উকিল নিয়োগে চার হাজার টাকা জমা দিয়েছে। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বসার তারিখ ছিল কিন্তু বৃষ্টির কারণে বসা হয়নি।
এরইমধ্যে জানলাম, একপক্ষ আরেকপক্ষের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। মামলাও হয়েছে। এখনতো আমার আর করার কিছু নেই। প্রাথমিক তদন্তে এসআই ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে মামলা কার্যতালিকায় নথিভুক্ত হয়েছে ও আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার।
Leave a Reply