নওগাঁয় জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা ও দোয়ার আয়োজন করেন তারেক জিয়া প্রজন্ম দল নওগাঁ জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ।
এস এম আব্দুল বারী হাসিবুল আহবায়ক তারেক জিয়া প্রজন্ম দল নওগাঁ জেলা শাখা। সভাপতিত্বে আলোচনা ও দোয়া শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন তারেক জিয়া প্রজন্ম দল নওগাঁ জেলা শাখার সদস্য সচিব মোঃ মিঠু রহমান।
এ সময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ, আহবায়ক তারেক জিয়া প্রজন্ম দল নওগাঁ জেলা শাখার এস এম আব্দুল বারী হাসিবুল,
পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা, মহিলা নেত্রী তিশা, নওগাঁ মেডিক্যাল কলেজ ছাত্র নেতা জিহান মাহমুদ, শিশির, মারুফ, রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডঃ নয়ন, নওগাঁ জেলার ভারপ্রাপ্ত পিপি দুদক মোঃ শিপলু সহ আরও অনেকে।
এ সময় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায় করা হলে দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন জুলাই কারও নিজস্ব সম্পত্তি না।একটি দল একে পকেটে ভরে রাজনৈতিক ফায়দা হাসিলের পায়তারা করছে। তিনি ছাত্র দলের সদস্যদের এই ব্যাপারে সজাক থাকার আহবান জানান।
সবশেষে নওগাঁয় জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।
Leave a Reply