নওগাঁয় জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট নওগাঁ শাখার এর আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রায় জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলার সভাপতি এড, সোমেন কুন্ডু, সাধারণ সম্পাদক সুবীর দাস, সাংগঠনিক সম্পাদক নিরব দাস, মহিলা বিষয়ক সম্পাদক অনামিকা চক্রবতী, যুগ্ম সাধারণ সম্পাদক শয়ন কুমার অভি ও সাগর কুমার পাল উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন।
অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।
Leave a Reply