শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার স্বপ্নচারী নলকুড়ার উদ্যোগে আন্ত-গ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. রুকুনুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. আশরাফুল আলম রাসেল।
প্রিয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সানজা হোসেন সানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সংগঠক লুৎফর রহমান লাজু, গাজীপুর ইউনাইটেড কলেজের পরিচালক ও স্বপ্নচারীর প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ এবং ঝিনাইগাতী মহিলা কলেজের প্রভাষক মো. আবু বকর প্রমুখ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পূর্ববিনোদখিলা একাদশ বনাম মালিঝিকান্দা একাদশ। রোমাঞ্চকর এই খেলায় ১-০ গোলের ব্যবধানে পূর্ববিনোদখিলা একাদশ বিজয়ী হয়। ম্যাচের একমাত্র ও বিজয়ী গোলটি করেন দলের স্ট্রাইকার রাকিব হাসান।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন পূর্ববিনোদখিলার গোলরক্ষক সোহেল মিয়া, যিনি পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখান।
এই আয়োজনে বিভিন্ন গ্রামের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতা জমজমাট হয়ে ওঠে। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে ধরে রাখাই তাদের মূল উদ্দেশ্য।
Leave a Reply