বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবগঠিত ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস মতলব উত্তর শাখার প্রধান উপদেষ্টা, স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার উপদেষ্টা অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুরের আলো.কমের সম্পাদক, মানবতার সেবক বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন।এসময় এম ইসফাক আহসানের সাথে মতলব দক্ষিণ উপজেলার নবাগত ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান সাব্বির, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মতলব পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ শিশির, আদনান সরকার জয় ,সোয়েব আহমেদ, শাহরিয়ার টুটুল আহমেদ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার সরকার প্রান্ত, উপ অর্থ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ উপ ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মোঃ কাউছার প্রমুখ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম ইসফাক আহসান এ মতবিনিময় সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান, তিনি বলেছেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। ছাত্রলীগের নেতৃবৃন্দকে দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ আমরা অনেক কিছু পেয়েছি। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, পরমাণুবিক বিদ্যুৎ কেন্দ্র, হাইস্পিড ইন্টারনেট সহ নানান উন্নয়ন। যা অন্য সরকার ক্ষমতায় থাকলে করতো না। কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে, তেমনি আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো সুসংগঠিত। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।৷ সবশেষে তিনি ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দের সফলতা কামনা করেন ৷
এতে অন্যান্যর মধ্যে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, সাবেক কাউন্সিলর পারভেজ মিয়াজী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রানা, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের নেতা শাহআলম সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সাধারন ইকবাল হোসেন জয়, এখলাছপুর যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, শ্রমিক লীগ নেতা টিপু শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম মোল্লা, যুবলীগ নেত্রী পলি শিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহববায়ক সাইফুল সরকার, সদস্য ময়মুনুল হাসান অভি প্রমুখ উপস্থিত ছিলেন ৷
Leave a Reply