চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমাম হাসান জুয়েল : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৫ আগষ্ট) কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোকসভা, কুরআনখানি, মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা। জেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। পরে সকাল ৮ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতা-কর্মীরা।
একই সময়ে জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিবসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেণ।
Leave a Reply