মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও গ্রেফতার হয়নি কোনো আসামি।
পড়ুন>> হাতীবান্ধায় ছাত্রদল নেতার বিরুদ্ধে পিকআপ থেকে সার লুটের অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লাভলু আহমেমদ (৪০) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও গ্রেফতার হয়নি কোনো আসামি। এ ঘটনার প্রতিবাদে উপজেলাজুড়ে সকাল-সন্ধ্যা গ্রামবাসী হরতালের ডাক দিয়েছে। চলছে হরতাল ১০ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা দিন ব্যাপী এ হরতালের ডাক দিয়েছেন নিহতের পরিবার ও কুস্তা এলাকাবাসী।
এলাকাবাসী জানান চাঞ্চল্যকর এ ঘটনার একদিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। সারাদিন হরতাল থাকার পরেও এখনো গ্রেফতার হয়নি কেউ।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।
Leave a Reply