এক বছর আগে বিদেশে পড়তে গিয়েও চাঁদাবাজির মামলা খেলেন রাণীশংকৈলের ছাত্রদল নেতা
পড়ুন>>মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মুসাব ইবনে মাজেদ নামে উপজেলা ছাত্রদলের এক সাবেক ছাত্রনেতা এক বছর আগে স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়তে গিয়েও ২০২৪ সালের ৮ অক্টোবরের ঘটনা দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাজানো চাদাঁবাজির মামলা দায়ের করেছে একই উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও বিএনপি নেতা রুমানুর হাসান। রোববার (২০ অক্টোবর) ভুক্তভোগী মুসাবের পিতা এ তথ্য জানান।
কিন্তু হঠাৎ দেশে সরকার পট পরিবর্তনের ঘটনাকে কাজে লাগিয়ে গত ৮ অক্টোবর ২০২৪ ইং তারিখের ঘটনা দেখিয়ে তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী, মারপিট ও জমি দখলের অভিযোগ এনে ঠাকুরগাঁও জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পড়ুন>>সারদায় ৪০তম বিসিএসের (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বাতিল
এ প্রসঙ্গে মুসাব ইবনে মাজেদের পিতা মাজেদুল ইসলাম সৃষ্টি নিউজকে বলেন, “আমার ছেলে এক বছর আগে লেখাপড়ার জন্য বিদেশে গেছে কিন্তু বিএনপি নেতা রুমানুর হাসান কোর্টে ৪৪৭-৩২৩-৩৮৫-৫০৬(২) ধারায় একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানিসহ সে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছেনা।এতে তার লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে এবং সে মামলার ভয়ে দেশে আসারও সাহস পাচ্ছেনা।
এ বিষয়ে মামলার বাদী রুমানুর হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফেনে পাওয়া যায়নি।
মামলা প্রসঙ্গে রাণীশংকৈল থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এস আই সফি মুঠোফোনে বলেন, এ মামলার বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার বলতে পারবেন। তবে মিথ্যা মামলা করে কেউ লাভবান হতে পারবেনা।
Leave a Reply