কথাটি কি নয় খাঁটি ?
আজ কবির হাতে লাঠি !!
সারাজীবন লিখে গেছেন কত গদ্য পদ্য,
বৃদ্ধত্বের অভিশাপে নুয়ে গেছেন সদ্য।
শিক্ষকতার ফাঁকে ফাঁকে,
জীবন চলার বাঁকে বাঁকে,
বাংলাদেশের প্রকৃতিটাকে–
ছন্দে ছন্দে এঁকেছেন অনেক পরিপাটী।
আজ কবির হাতে লাঠি !!
তিনি কবি তো নন অনেক বড় প্রেমিক !
প্রকৃতিতে তাঁর বিশাল দিগ্-বিদিক।
পুষ্পোদ্যানের পথের ধারে,
রোদ্দুপুরে নদীর পারে,
বাড়ির দেঁউরির আঁড়ে আঁড়ে—
তার কবিতায় নেই কোন ভ্রুক্কুটি !
আজ কবির হাতে লাঠি !!
বিশ্বসাহিত্যের বিশাল অঙ্গন মাঝে,
তাঁকে আমরা দেখি অনেক কাজে।
বাংলা একাডেমী বলুন,
অমরাবতী সাহিত্যে চলুন,
তাঁর বিচরণ উড়ান্-বেলুন,
তাঁর শিয়রে ধারণকৃত সারাবাংলার মাটি !
আজ কবির হাতে লাঠি !!
তিনি মোদের দিদি দেবকী মল্লিক,
সবার শ্রদ্ধাভাজন–এ কথাটি ঠিক।
”পশ্যেম শরদ শতম্,
জীবেম শরদ শতম্,”–
এইমন্ত্রে প্রণতি হরদম,
বেঁচে থাকুন সর্বহৃদে এই কবি দিদিটি।
আজ কবির হাতে লাঠি !!
Leave a Reply